এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিকা রও মন, দেখে শমন যাক ফিরে বারে বারে করি রে মানা ও মন, লীলেবাসে বাস ক’রো না রেখো তেজের ঘর তেজীয়ানা উধব চাদ ধ’রে । সাধ রে মন উধ্ব চাদ ধরে ॥ জান না মন, পরাধীন দর্পণ তাতে কেমনে হয় অঙ্গ দরশন অতি বিনয় ক’রে কয় লালন, থেকে হুশিয়ারে ॥ 86 o সময় গেলে রে ও মন সাধন হবে না । দিন ধরিয়ে তিনের সাধন কেনে করলে না ৷ জানো না মন খালে বিলে মীন থাকে না জল শুকালে কি হয় তারে বাঙ্গাল দিলে শুকনো মোহান ॥ অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না ৷ অমাবস্যা পূর্ণিমা হয় মহাযোগ সেই দিনে উদয়, লালন বলে, তারো সময় ভণ্ডে করএ না ।