এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
vర్ఫిచ్చె লালন-গীতিক কৃষ্ণপ্রেম যার মনে তার বিক্রম সে-ই তা জানে অধীন লালন বলে, আমার সুখ-স্বরবশ কারবার মন বিবাণী ॥ 8QS) এবার কি সাধনে শমন-জ্বালা যায় । ধর্মাধর্ম বেদের মর্ম শমনের অধিকার তায় ॥ দান ব্ৰত তপ যজ্ঞ ক’রে মুক্তি ফল পেতে পারে সে ফল ফুরালে তারে ঘুরিতে ফিরিতে হয় ॥ নির্বাণ-মুক্তি সেধে সে তো লয় হবে পশুর মতো সাধন ক’রে এমন প্রোপ্ত কি সুখে সাধতে চায় ৷ পথেরো গোলমালে পড়ে ডুবলাম কূপজল-মাঝারে লালন বলে, কেশে ধরে কুলে নেও গুরু আমায় । 8○ 8 কোন রাগে সে মানুষ আছে মহারসের ধনী । পদ্মে মধু চন্দ্রে স্বধা যোগায় রাত্র দিনি ॥