পাতা:লালন-গীতিকা.djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা అులి সাধক সিদ্ধি প্রবর্তক তিন রাগ ধ’রে আছে তিনজন এ তিন ছাড়া রাগ নিরূপণ জেনলে হয় ভাবিনি ॥ মৃণাল গতি রসের খেলা নব ঘটে নব ঘেটেল। দশমে যোগ বারি গোলা যোগেশ্বর অযোনী ॥ সিরাজ সাই আদেশে লালন বলছে বাণী শোন রে রঙ্গ ঘুরতে হবে নাগর-দোলন না জেনে মন বাণী ॥ 86 (t রূপের ঘরে অটল রূপ বিহারে চেয়ে দেখ না তোরা । ফণিমণি জিনি রূপের বাখানি, দুইরূপে আছে সেই রূপ হল-করা ॥ যেজন অনুরাগী হয় রাগের দেশে যায় রাগের তালা খুলে সে রূপ দেখতে পায় রাগেরি করণ বিধি-বিস্মরণ নিত্য লীলের উপর রাগ নেহারা ॥ ও সে অটল রূপ সাই ভেবে দেখ তাই সে রূপের কভু লীলে ত নাই যে জন পঞ্চতত্ত্ব ভজে, লীলারূপে মজে সে কি জানে অটল রূপ কি ধারা ॥