পাতা:লালন-গীতিকা.djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩১৮
লালন-গীতিকা

তুমি যারে হও গো সদয়
সে তোমারে সাধনে পায়
বিবাদী তার স্ব-বশে রয়
তোমার কৃপাতে॥
যন্তরেতে যন্ত্রী যেমন
যেমত বাজায় বাজে তেমন,
তেমনি যন্ত্র আমার মন
বোল তোমার হাতে॥
জগাই মাধাই দোষী ছিল
তারে গুরু কৃপা হ’ল
অধীন লালন দোহাই দিল
সেহি আশাতে॥

৪৬২

ডাক রে মন আমার হক নাম আল্লা বলে।
ভেবে বুঝে দেখ সকলি হক মোর আল্লার নামটি
তাও ভুলিলে।
ভরসা নাই এ জেল-ঘনি
যেমন পদ্মপাতায় পানি
পড়িবে টলে সুখের বাড়িঘর
কোথা রবে কার হক না-হক
তাই কি বল সঙ্গে চলে॥
ভবের ভাই-বন্ধু যারা
বিপদ দেখিলে তারা
পালাবে ফেলে।
কায়-প্রাণেতে ভাই আখেরে সুপদ নাই
ক্ষণেক পক্ষী যেমন থাকে বৃক্ষডালে॥