এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৫
৪
আমার আপন খবর আপনার হয়না।
একবার আপনারে চিনলে পরে যায় অচেনারে চেনা॥
সাঁই নিকট থেকে দূরে দেখায়
যেমন কেশের আড়ে পাহাড় লুকায়
দেখ না।
আমি ঢাকা দিল্লী হাতড়ে ফিরি
আমার কোলের ঘোর তো যায় না॥
আত্মরূপে কর্তা হরি
মনে নিষ্ঠা হলে মিলবে তারি
ঠিকানা।
বেদ-বেদান্ত পড়বি যত
বেড়বে তত লখনা॥
আমি আমি কে বলে মন
যে জানে তার চরণ শরণ
লও না।
সাঁই লালন বলে, মনের ঘোরে
হ’লাম চোখ থাকিতে কানা॥
৫
কেন কাছের মানুষ ডাকছো জোর করে।
আছিস তুই যেখানে, সেও সেখানে
খুঁজে বেড়াও কারে॥
বিজলি চটকের ন্যায়,
থেকে থেকে ঝলক দেয়
রঙমহল ঘরে।
অহর্নিশি পাশাপাশি থেকে দিশে হয় মোরে॥