পাতা:লালন-গীতিকা.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা

হাতের কাছে যারে পাও
ঢাকা দিল্লী ধুড়তে যাও
কোন অনুসারে।
এমন কি বুদ্ধিহানি হলি মন তুই এ সংসারে॥
ঘরের মাঝে ঘরখানা
খুঁজে দেখ এইখানে
কে বিরাজ করে।
সিরাজ সাঁই কয়, দেখরে লালন
তুই কি রূপ, সে কি রূপ রে॥

আপনার আপনি রে মন না জান ঠিকানা।
পরের অন্তর কোট সমুদ্দুর কিসে যাবে জানা॥
পর অর্থে পরম ঈশ্বর,
আত্মারূপে করে বিহার,
দ্বি-দলে হয় বারাম খানা।
শতদল সহস্রদলে অনন্তকরুণা॥
কেশের আড়েতে যৈছে
পর্বত লুকায়ে আছে
দরশন হ’লো না।
এবার হেঁট নয়ন যার
সে যে নিকটে তার
সিদ্ধি হয় কামনা॥
সিরাজ সাঁই বলেরে, লালন
গুরুপদে ডুবে আপন
আত্মার ভেদ জানলে না॥
আত্মা আর পরম আত্মা ভিন্ন ভেদ জান না॥