অমাবস্যায় পূর্ণিমা যোগ আজব-সম্ভব সম্ভোগ জানলে খণ্ডে এ ভব-রোগ গতি হয় অখণ্ড দেশে॥ রবি শশী রয়[১] বিমুখা[১] মাস অন্তে হয় একদিন দেখা সেই যোগের যোগে লেখাজোখা সাধলে সিদ্ধি হয় অনায়াসে॥ দিবাকর নিশাকর সদাই[২] উভয় অঙ্গে উভয় লুকায় ইসারাতে সিরাজ সাঁই কয়, লালনরে[৩] তোর[৩] হয় না দিশে॥
১৬
কে বোঝে সাঁইর লীলা খেলা।
ও সে আপনি হয় গুরু আপনি চেলা॥ সপ্ত-তালার উপরে সে, নিরূপ[৪] রয় অচিন দেশে, প্রকাশ্য রূপ লীলা রসে চেনা যায় না লেগে বেদের ঘোলা॥ অঙ্গের অবয়বে সৃষ্টি, করিল সে পরম ইষ্টি, তবে কেন আকার নাস্তি বলে,[৫] না জেনে সেই ভেদ নিরালা।