পাতা:লালন-গীতিকা.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১৭

কোন্‌দিন আসবে শমনের[] চেলা
ভেঙ্গে যাবে ভবের খেলা
সে দিন হিসাব দিতে বিষম জ্বালা[]
ঘটবে শেষে॥
উজান ভেটেন দুইটি পথ
ভক্তিমুক্তির করণ সেত
এবার তাতে যায় না জরামৃত
যমের ঘর সে॥
সে[] পরশে পরশ হবি
সে করণ আর কবে করবি[]
দরবেশ সিরাজ সাঁই কয়, লালন বলি
ফাঁকে বসে॥

২৫

মন, তোর আপন বলতে কে আছে।
তুমি কার কাঁদায় কাঁদো মিছে॥
সারা নিশি দেখ মনুরায়—
নানান পক্ষী এক বৃক্ষে রয়,
খাবার[]বেলায় কে কারে কয়
দেহ-প্রাণ তেমনি সে যে॥
থাক সে ভবের ভাই-বেরাদর
প্রাণ-পাখী সে নয় আপনার,
পরের মায়ায় মজিয়ে এবার
প্রাপ্ত-ধন হারায় পাছে॥

  1. যমের
  2. লেঠা
  3. যে
  4. জানবি
  5. যাবার