এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮
লালন-গীতিকা
২৬
সবাই[৩] কি তার মর্ম জানতে পায়।
সে সাধন ভজন ক'রে সাধকে অটল হয়॥
অমৃত মেঘেরি বরিষণ
চাতক-ভাবে জানরে আমার মন,
ও তার একবিন্দু পরশিলে
শমন-জ্বালা ঘুচে যায়॥
যোগেশ্বরীর সঙ্গে যোগ করে
মহাময়ী যোগ সেই জানতে পারে;
ও তোর[৪] তিন দিনের তিন মর্ম জেনে
একদিনেতে সোধ নেয়[৫]॥
বিনাজলে হয় চরণামৃত,
যা খাইলে যায় জরামৃত
লালন বলে, চেতন-গুরুর
সঙ্গ নিলে দেখায়ে[৬] দেয়॥