এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১৯
২৭
গুরু বিনে কি ধন আছে।
কি ধন খুঁজিস খেপা কারো কাছে॥
বিষয়-ধনের ভরসা নাই
ধন বলতে ধন গুরু গোঁসাই
সে ধনের দিয়ে দোহাই
ভব-তুফান যাবে বেঁচে॥
পুত্র পরিবার বড় ধন
পেয়েছ এই ভবের ভূষণ
মায়ায় ভুল হয়ে অবোধ মন
গুরুধনকে ভাবলি মিছে॥
কোন্ ধনের কি গুণপনা,
অন্তিম কালে যাবে জানা,
গুরুধন এমন চিনলে না,
নিদানে পস্তাবি পাছে॥
গুরুধন অমূল্য ধন রে
বুঝলে বুঝিস হাঁরে
সিরাজ সাঁই কয়, লালন তোরে
নিতান্ত পেঁচোয় পেয়েছে॥
২৮
আমার হয় না রে সে মনের মতন[১] মন।
আমি জানবো কি সে রাগের করণ॥
পড়ে রিপু ইন্দ্রিয়ের ভোলে
মন বেড়ায় রে ডালে ডালে
- ↑ মত