পাতা:লালন-গীতিকা.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
২১

অধীন লালন বলে, তাই আজ আমার
ঘটলো বুঝি মনের কু-স্বভাবে॥

৩০

অমাবস্যার দিনে চন্দ্র থাকেন যেয়ে কোন শহরে।
প্রতিপদে হয় সে উদয়, দৃষ্ট হয় না কেন তারে॥
মাসে মাসে চন্দ্রের উদয়
অমাবস্যা মাস-অন্তে হয়
সূর্যের অমাবস্যার নির্ণয়
জানতে হবে নেহাজ ক'রে॥
যোল কলা হলে শশী
তবে ত হয় পৌর্ণমাসী[]
পনরই পূর্ণিমা কিসি
পণ্ডিতেরা কয় সংসারে॥
জানতে পারলে দেহ-চন্দ্র
স্বর্গ-চন্দ্রের পায় সে খবর
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
মূল হারালি কোলের ঘোরে॥

৩১

মানুষ ধর নেহারে[]
ওরে মন, নয়নে[] নয়ন যোগ[] ক'রে॥
নেহারায় চেহারা বন্দী
করোরে করো একান্তি

  1. পুণ্যমাসী
  2. নিহারে রে
  3. ৩.০ ৩.১ নয়নে যোগাযোগ