এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
২৩
কত কত মুনি-ঋষি
যুগ-যুগান্তর বনবাসী
পাব বলে কালশশী
বসিয়ে তপে॥
গুরুপদে কতজনা
বিনামূল্যে হ'য়ে কেনা
করে গুরুর দাস্যপনা
সে ধনের লোভে॥
চরণ-ধনের যারো আশা
অন্য ধনের নাই লালসা[১]
লালন ভেড়ের বুদ্ধিনাশা
দোভাসা ভবে॥
৩৩