পাতা:লালন-গীতিকা.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
২৩

কত কত মুনি-ঋষি
যুগ-যুগান্তর বনবাসী
পাব বলে কালশশী
বসিয়ে তপে॥
গুরুপদে কতজনা
বিনামূল্যে হ'য়ে কেনা
করে গুরুর দাস্যপনা
সে ধনের লোভে॥
চরণ-ধনের যারো আশা
অন্য ধনের নাই লালসা[]
লালন ভেড়ের বুদ্ধিনাশা
দোভাসা ভবে॥

৩৩

পারো নিরহেতু সাধন[] করিতে।
যাওরে ছেড়ে জরামৃত্যু নাই যে দেশেতে॥
নিরহেতু সাধক যারা
তাদের সাধন খাঁটী, করণ সারা[]
উপসখা কাটিয়ে তারা
চলেছে পথে॥
মুক্তিপদ ত্যজিয়ে সদায়
ভক্তিপদ রেখে[] হৃদয়,
শুদ্ধ প্রেমের হবে উদয়,
সাঁই রাজী যাতে॥

  1. পিপাসা
  2. সাধনা
  3. জবান খাড়া
  4. রেখো