পাতা:লালন-গীতিকা.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
২৫

সি দ-দরজায় চৌকিদার একজন,
অহর্নিশি আছে সে চেতন,
কিরূপ তারে ভেল্কি মেরে
চুরি করে কোন্‌ ঘড়ি॥
ঘর বেড়িয়ে ষোলজন সেপাই,
তার এক এক জনের গুণের সীমা নাই,
তারাও চোরের না পেলো টের
কার হাতে দিব দড়ি॥
পিতৃধন আজ সব নিল চোরে[]
নেংটি-ঝাড়া করলে আমারে,
লালন বলে, একই কালে
চোরের হ’লো কি আড়ি॥

৩৬

মন-চোরেরে ধরবি যদি মন ফাঁদ পাত আজ ত্রিবেশে।[]
অমাবস্যা পূর্ণিমাতে বারামখানা সেইখানে॥
ত্রিবেণীর তিনধারা বয়,
(ও তার) ধারা চিনে ধরতে পারলে হয়,
কোন ধারায় তার সদাই বিহার
হচ্ছে ভাবের ভুবনে॥
সামান্যে কি যায় তারে ধরা
আট-পহরা দিতে হয় পাহারা,
কখন এসে ধারায় মেশে
কখন রয় নির্জনে॥

  1. লুটে
  2. তিরপিনে