এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৬
লালন-গীতিকা
শুক্লপক্ষে ব্রহ্মাণ্ড গমন,
কৃষ্ণপক্ষে যায় নিজ ভুবন,
সাঁই লালন বলে, সেরূপ লীলে
দিব্যজ্ঞানী সেই জানে॥
৩৭
ধ্যানে যারে পায় না মহামুনি।
ফেরে[১] অচিন চাঁদ মোর মীনরূপ ধরিয়ে পানি[১]॥
জগৎ-জোড়া মীন সেহিরে
খেলছে মন[২]-সরোবরে
দেখতে সাধ হয় গো তারে
দেখ ধরে রসিক সন্ধানী॥
নদীর গভীরে[৩] থাকে নির্জন
করিতে হয় নীর অন্বেষণ
যোগ পেলে ভাটি উজান
ধায় আপনি॥
যোগ[৪] বুঝে মীন পড়ে ধরা
জানতে পায় সে যোগী যারা[৪]
কঠিন সে বন্ধন করা
লালন তাতে খেলে চুবনি॥
৩৮
যেও না আন্দাজী পথে মন রসনা।
কুঘোরে[৫] কুপাকে পড়লে প্রাণ বাঁচবে না॥