পাতা:লালন-গীতিকা.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
২৯

আমি সত্য না হলে
হয় গুরু সত্য কোন্ কালে
আমি যেরূপ দেখি নাই
সেরূপ দীন দয়াময়॥
আত্মারূপে সেই অধর
সঙ্গী অংশ কলা তার
ভেদ না জেনে বনে বনে
ফিরলে কি হয়॥
আপনারে আপনি চিনিনে
কিরূপ আছি কোন্‌খানে
লালন বলে, অন্তিমকালে
নাইরে উপায়॥

৪২

ধররে অধর-চাঁদেরে অধরে অধর দিয়ে।
ক্ষীবোদ-মৈথনের ধারা,
ধরো রে রসিক নাগরা,
যে রসেতে অধর-ধরা
দেখরে সচেতন হয়ে॥
অরসিকের ভোলে ভুলে
ডুবিসনে[] কূপ নদীর জলে
কারণ বারির মধ্যস্থলে
ফুটেছে ফুল অচিন দলে
চাঁদ-চকোরা তাহে খেলে
প্রেম-বাণে প্রকাশিয়ে॥

  1. মজিসনে