পাতা:লালন-গীতিকা.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৩১

পরম আত্মা রূপ ধরে
জীব আত্মাকে হরণ করে
লোকে বলে যায় রে নিদ্রে
সে না অভেদ ব্রহ্ম ভেবে লালন কয়॥

৪৪

বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ বিদেশে।
আপন ঘর খুঁজলে রতন পায় অনায়াসে॥
দড়দড়ি দিল্লী-লাহোর
আপনার কোলে রয় ঘোর
নিরূপ আলেক সাঁই মোর
আত্মারূপ সে॥
যে লীলে ব্রহ্মাণ্ডের পর
সেই লীলে ভাণ্ড-মাঝার
ঢাকা যেমন চন্দ্র আকার
মেঘের পাশে॥
আপনাকে আপনি চেনা
সেই বটে উপাসনা
লালন কয়, আলেক চেনা[১]
হয় তার দিশে॥

৪৫

আপন ঘরের খবর নে না।
অনায়াসে দেখতে পাবি
কোন্‌খানে কার বারাম খানা॥

  1. চেন