এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৩৩
ঘরের মালিক আছে বর্তমান একজন,
তারে দেখলি না রে দেখবি আর কখন,
সিরাজ সাঁই কয়, লালন তোমার
বলবো কি সাঁই-এর কৃতি আর॥
৪৭
সোনার মানুষ ভাসছে রসে।
যে জেনেছে রস-পান্তি সেই
দেখিতে পায় অনায়াসে॥
তিনশ ষাট রসের নদী
বেগে ধায় ব্রহ্মাণ্ড ভেদি’
তার মাঝে রূপ নিরবধি
ঝলক দিচ্ছে এই মানুষে॥
মাতা পিতার নাই ঠিকানা
অচিন দেশে বসত খানা
আজগুবি তার আওনা-যানা
কারণ বারির যোগ বিশ্বাসে॥
অমাবস্যে চন্দ্র উদয়
দেখনা যার বাসনা হৃদয়
লালন বলে, থাকো সদায়,
ত্রিবেণীতে[১] থাকো বসে॥
৪৮
যে জন পদ্মহীন সরোবরে যায়।
অটল অমূল্য নিধি সেই অনায়াসে পায়॥
- ↑ তিরপিনিতে