এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৪
লালন-গীতিকা
অপরূপ সেই নদীর পানি
জন্মে তাতে মুক্তামণি,
বলবো কি তার গুণ বাখানি,
পরশে পরশ হয়॥
পলক ভরে পড়ে যারা
পলকে বয় তড়কা ধারা
সে ঘাট বেঁধে মৎস্য ধরা
সামান্য কাজ নয়॥
বিনে হাওয়ায় মৌজা খেলে
ত্রিখণ্ড ত্রিশ[১] পলে
তাহে ডুবে রত্ন তুলে
রসিক মহাশয়॥
গুরুজী কাণ্ডারী যারে
অথাইয়ে থাই দিতে পারে
লালন বলে, সাধন-জোরে
শমন এড়ায়॥
৪৯