পাতা:লালন-গীতিকা.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৬
লালন-গীতিকা

৫১

সে প্রেম সামান্যেতে কি জানা যায়।
সে প্রেম সেধে গৌর শ্যামরায়॥
দেবের দেব পঞ্চাননে,
জেনেছিল সেই এক জনে,
শক্তির আসন বুকে দেয়,
সে মহাশয়॥
প্রেমী একজন চণ্ডীদাসে,
বিকালো রজকী-পাশে,
মরিয়ে জীবন সে,
দান পায়॥
ম’রে যদি ডুবতে পারে,
সে প্রেম গুরু জানায় তারে,
সিরাজ সাঁই কয়, লালন তোরে
তাই জানাই॥

৫২

আজব আয়না মহল মণি গভীরে।
সেথা সতত বিরাজে সাঁইজী মেরে॥
পূর্বদিকে রতন বেদী
তার উপরে খেলছে জ্যোতি
তারে যে দেখেছে ভাগ্যগতি
সে জন সচেতন সব খবরে
জলের ভিতরে শুক্‌নো জমি
আঠার মোকামে তাই কায়েমী