এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৩৯
আপন মনোগুণে
বনে কেউ বাঁধে কুঁড়ে
লালন কয়, রিপু ছেড়ে
কেলি কোথায়।
৫৬
রাত পোয়ালে পাখিটে[১] বলে দে রে তাই।
(তখন) গুরু কার্য মাথায় থুয়ে কি করিরে কেম্নে যাই॥
আমি বলি আত্মারাম,
নেওরে মুখে কৃষ্ণনাম,
যাতে মুক্তি পাই॥
সে নামেতো হয় না রত, খাবো খাবো রব সদাই॥
এমন পাখি কে পোষে,
খেতে চায় সাগর চুষে
কেমনে[২] যোগাই॥
আমার বুদ্ধি গেল সাধ্যি গেল সার হ’লরে পেট্কো বাই॥
আমি একজন[৩] নাল পড়া
পাখিটে মোর[৪] সেই আড়া
তার সাবরি কিছুই নাই।
(তাইত) লালন বলে, পেট ভরলে হয় কি আর গুরু গোঁসাই॥
৫৭