এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪০
লালন-গীতিকা
৫৮
যেখানে সাঁইর বারাম খান।
শুনিলে প্রাণ চমকে ওঠে
দেখে যেন ভুজঙ্গনা॥
যা ছুঁইলে প্রাণে মরি
এ জগতে তাইতে তরি
বুঝে তা বুঝতে নারি
কি করি তার নাই ঠিকানা॥
আত্মতত্ত্ব যে জেনেছে
দিব্যজ্ঞানী সেই হয়েছে,
কু-বৃক্ষে সুফল পেয়েছে,
আমার মনের ঘোর গেল না॥