পাতা:লালন-গীতিকা.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৪১

যে ধনের উৎপত্তি প্রাণধন,
সে ধনের হ’ল না যতন,
অকাজের[] ফল পাকায় লালন
দেখে শুনে জ্ঞান হ’ল না॥

৫৯

ফকিরি করবি ক্ষ্যাপা কোন্‌ রাগে।
হিন্দু-মুসলমান দুইজন দুইভাগে॥
আছে বেহেস্তের আশায় মমিনগণ,
হিন্দুদিগের স্বর্গেতে মন,
বেহেস্তের মুখ ফাটক সমান
শরায় ভাল তাই জানে॥
যায় ফকিরি সাধন ক'রে,
খোলসা রয় হুজুরে
টল কি অটল মকাম সেই
নেহাজ ক'রে জান আগে॥
আখের অটল প্রাপ্ত কিসে হয়,
মুরশিদের ঠাঁই জানা যায়,
সিরাজ সাঁই কয়, লালন ভেড়ো
ভুগিস্‌নে ভবের ভোগে॥

৬০

কোথা আছেরে সেই দীন দরদী সাঁই।
চেতন-গুরুর সঙ্গ ধরে[] খবর করো ভাই॥

  1. অকর্মের
  2. লয়ে