এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪২
লালন-গীতিকা
চক্ষু অন্ধ দেলের ধোঁকায়।
যেমন কেশের আড়ে পাহাড় লুকায়
কি রঙ্গ সাঁই দেখছে সদাই
বসে নিগুম ঠাই॥
[জ্যান্তে যদি না দেখিবে
আর কোথা কিরূপে পাবে
ম'লে গুরু-প্রাপ্ত হবে
কিসে বুঝি তাই॥][১]
এখানে না দেখি[২] যারে
চিনবো তখন[৩] কেমন ক'রে
ভাগ্যগতি আখেরে তারে
দেখতে যদি পাই॥
সমঝে[৪] ভজন সাধন করো
নিকটে ধন পেতে পার,
লালন কয়, নিজ মোকাম ধরো
বহু দূরে নাই॥
৬১
মন আমার তুই কল্লি একি ইতরপানা।
দুগ্ধেতে যেমন রে মন তোর মিশলো চোনা॥
শুদ্ধ রাগে থাকতে[৫] যদি
হাতে পেতে অটল নিধি
বলি মন তাই নিরবধি
বাগ মানে না॥