এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৪
লালন-গীতিকা
দরবেশ সিরাজ সাঁই কয়, লালন তোমায়
বুঝাতে দিন যায় বয়ে॥
৬৩
কি করি ভেবে মরি মন-মাঝি ঠাওর[১] দেখিনে।
ব্রহ্মা আদি খাইছে খাবি, সেই নদী-পার যাই কেমনে॥
মাড়ুয়াবাদী যেমন ধারা
মাঝ-দরিয়ায় ডুবায় ভারা,[২]
দেশে যায় পরিয়ে ধড়া
সেই দশা মূল ভাব না জেনে॥
শক্তিপদে ভক্তিহারা,
কপট ভাবের ভাবুক তারা,[৩]
মন আমার তেমনি ধারা
ভাবের[৪] চুরি[৪] রাত্রি দিনে।
মাকাল ফলটি রাঙা চোঙা,
তাই দেখে মন হ'লি ঘোঙা[৫]
লালন কয়—তাল-ডোঙা
[৬]ফেলে খড়ি[৬] ডোবে তুফানে॥
৬৪
গোসাঁইর ভাব যেহি ধারা।
আছে সাধু শাস্ত্রে তার প্রমাণ আচার
শুনলে রে জীবন অমনি হয় সারা॥