পাতা:লালন-গীতিকা.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৬
লালন-গীতিকা

যে জানে উল্টো মন্তর[]
খাটিয়ে সেহি তন্তর[]
গুরু-রূপ করে নজর
বিষ ধ’রে সাধন[] করে।
ও তার করণ রীতি সাঁই দরদী
দরশন দিবে তারে॥
সেই[] সে অধর ধরা
যদি কেউ[] চাহে তারা
চৈতন্য গুণীন্‌ যারা
গুণ শেখে তাদের দ্বারে।
সামান্যে কি পারবে যেতে
সেই কূপ-কাপের ভিতরে॥
ভয় পেয়ে জন্মাবধি
সে পথে না যায় যদি
হবে না সাধন সিদ্ধি
তাও শুনে মন ঝরে।
অধীন লালন বলে, যা করে সাঁই
থাকতে হয় সেই পথ ধরে॥

৬৬

কোন্‌ রসে কোন্‌ রতির খেলা,
জানতে হয় এই বেলা
তিন রস সাড়ে তিন রতি
বিভাগে করে স্থিতি

  1. উলট মন্ত্র
  2. তন্ত্র
  3. ভজন
  4. সেহি
  5. কেহ