এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৮
লালন-গীতিকা
আমি চিনাল পেলে চিনে নিতাম
যেতো মনের ঢুকটুকি॥
পুষে পাখি চিনলাম না
এ লজ্জাতো যাবে না
উপায় করি কি॥
পাখি কখন যেন যাবে উড়ে
ধুলো দিয়ে দুই চোখি॥
আছে নয় দুয়ার এই খাঁচাতে
যায় আসে পাখি কোন্ পথে
চোখে দিয়ে রে ভেল্কি॥
দরবেশ সিরাজ সাঁই কয়,
রয় লালন রয়
ফাঁদ পেতে ঐ পথমুখি॥
৬৮
আমারে কি রাখবেন গুরু চরণদাসী।
ইতরপানা কার্য আমার অহনিশি॥
জঠর যন্ত্রণা পেয়ে
এলাম যে কড়ার দিয়ে,
রৈলাম তা সকল ভুলিয়ে
এই ভবে আসি॥
গুরুবস্তু চিনলে না মন
অসময়ে কি করবি তখন[১]
ঘুরতে বুঝি হ’লোরে মন
চৌরাশী॥
- ↑ চিনলাম না সে গুরু কি ধন
জেনলাম না তার সেবা সাধন