এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৪৯
গুরু যারে থাকে সদয়
শমন বলে তার কিসের ভয়
লালন বলে, মন তুই আমায়
করলি দুষী॥
৬৯
সে করণ সিদ্ধি করা সামান্য কাজ নয়[১]।
গরল হইতে সুধা নিতে আত্যশে প্রাণ যায়॥
সাপের[২] কাছে নাচায় বেঙ্গা,
এতো বড় আজব রঙা
রসিক যদি হয় সে ঘোঙা
অমনি ধরে খায়॥
ধন্বন্তরির গুণ শিখিলে
সে কি হয়[৩] রূপের কালে
সে গুণ তার উল্টিয়ে ফেলে
মস্তকে দংশায়॥
একান্ত সে অনুরাগী
জ্যান্তে-মরা ভয়-ত্যাগী
লালন কয়, সে রসিক যোগী
আমার কার্য নয়॥
৭০
জানগে মানুষের করণ কি সে হয়।
ভুলো না মন বৈদিক ভোলে
রাগের ঘরে রয়[৪]॥