পাতা:লালন-গীতিকা.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫০
লালন-গীতিকা


ভাটির সোঁত যার ফেরে উজান
তাইতে কি হয় মানুষের করণ
পরশন না হ'লে মন
দরশন কি পায়[]
টলাটল করণ যাহার
স্পর্শগুণ[] কৈ মেলে তাহার
গুরু শিষ্য যুগ যুগান্তর
ফাঁকে ফাঁকে রয়॥
লোহা স্বর্ণ পরশ-পরশে
মানুষের করণ তেমনি সে
লালন বলে হলে দিশে
জঠর-জ্বালা যায়॥

৭১

চাঁদে চকোরে রঙমহল ঘরে
থেকে থেকে ঝলক দিচ্ছে সদাই।
দেখলে সেই চাঁদ সফল হয় নয়ন
আত্মতত্ত্ব ধুড়ে দেখ না হৃদয়॥
তিথি যোগ ধরে প্রতি ক্ষয় অন্তে
যুগল মিলন হয় চাঁদে চাঁদে
তাহে আভরণ সুধার বরিষণ
ক্ষুধা নিবারণ হয় সে সুধায়॥
মণির মহলে যে লীলাখেলা,
বলতে আকুল হই না যায় বলা,

  1. হয়
  2. পরশ গুণ