এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫০
লালন-গীতিকা
৭১
চাঁদে চকোরে রঙমহল ঘরে
থেকে থেকে ঝলক দিচ্ছে সদাই।
দেখলে সেই চাঁদ সফল হয় নয়ন
আত্মতত্ত্ব ধুড়ে দেখ না হৃদয়॥
তিথি যোগ ধরে প্রতি ক্ষয় অন্তে
যুগল মিলন হয় চাঁদে চাঁদে
তাহে আভরণ সুধার বরিষণ
ক্ষুধা নিবারণ হয় সে সুধায়॥
মণির মহলে যে লীলাখেলা,
বলতে আকুল হই না যায় বলা,