পাতা:লালন-গীতিকা.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫২
লালন-গীতিকা

অকৈতব সে ভেদের কথা
কইতে মর্মে লাগে ব্যথা
না[] কহিলে জীবের নাহিক নিস্তার
কয় সেই জন্যে॥
তিনশ ষাট রসের মধ্যে[]
তিনরস গণ্য হয় রসিকার
সাধিলে সে করণ এড়াইবে শমন
এ ভুবনে॥
অমাবস্যা প্রতিপদ
দ্বিতীয়ার প্রথমে সে তো
দরবেশ[] লালন বলে, তাই কার আগমন
সেই যোগের সনে

৭৪

কোনদিন সূর্যের আমাবস্যে।
দেখি চাঁদের আমাবস্যা হয় মাসে মাসে॥
আকাশে পাতালে শুনবো না
দেহ-রতির চাই উপাসনা
কোন্‌পথে কখন করে আগমন
চাঁদে চকোর খেলে কখন এসে
বার মাসে ফোটে চব্বিশ ফুল
জানতে হবে কোন্‌ ফুলে তার মূল
আন্দাজী সাধন ক’রোনারে মন,
মূলে ভুলিলে ফল পাবে কিসে॥

  1. আবার না
  2. মাঝার
  3. অধীন