এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৫৩
যে করে এই আশমানী কারবার
না জানি তার কোথায় বাড়ীঘর
যদি চেতন-মানুষ পাই তাহারে শুধাই
লালন বলে, ঘুচাই মনের দিশে॥
৭৫
সুম্ঝে কর ফকিরি মন রে।
এবার গেলে আর হবে না
পড়বি ঘোর তারে॥
বিষামৃতে আছে মিলন
জান্তে হয় তার কি রূপ সাধন
দেখ, যেন গরল ভক্ষণ
ক’রো না হায় রে॥
অগ্নি যৈছে ভস্মে ঢাকা
অমৃত[১] গরলে মাখা[১];
মৈথন-দণ্ডে যাবে দেখা
বিভিন্ন করে॥
ক’বার করলে আসা-যাওয়া
নিরূপণ কি রাখলে তাহা;
লালন বলে, কে দেয় খেয়া[২]
চিনলে[৩] না তারে[৩]॥
৭৬