এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৪
লালন-গীতিকা
পরশমণি স্বরূপ গোঁসাই
সে পরশের তুলনা নাই
পরশিবে যে জনা তাই
ঘুচিবে জঠর-যন্ত্রণা॥
কুমীরেতে পরকে যেমন
ধরায় সে আপন ধরন
পরশে জানিবে মন
এমনি যেন পরশোনা॥
ব্রজের ঐ জলদ কালো
যে পরশে পরশ হ’লো
লালন বলে, মনরে চলো
জানিতে সেই উপাসনা॥
৭৭
আমার এ ঘরখানায় কে বিরাজ করে।
আমি জনম ভর একদিন দেখলাম না রে॥
নড়ে চড়ে ঈশান কোণে
দেখতে পাইনে এ নয়নে
হাতের কাছে যার ভবের হাট-বাজার
ধরতে গেলে হাতে পাইনে তারে
সবে বলে প্রাণ-পাখী,
শুনে চুপে চুপে থাকি
জল কি হুতাশন, মাটি কি পবন,
কেউ বলে না একটা নির্ণয় ক’রে।
আপন ঘরের খবর হয় না
বাঞ্ছা করি পরকে চেনা