এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৫৫
লালন বলে, পর বলতে পরমেশ্বর,
সে কেমন রূপ, আমি কিরূপ ওরে॥
৭৮
কি এক অচিন পাখি পুষলাম খাঁচায়।
না হলো জনম ভরে তার পরিচয়॥
পাখি রাম রহিম বুলি বলে,
ধরে সে অনন্ত লীলে
বলো তারে কে চিনিলে
বলে গো নিশ্চয়॥
আঁখির কোনায় পাখির বাসা
দেখতে নারে কি তামাশা
আমার এই আদলা দশা
কে আর ঘুচায়॥
যারে সাথে সাথে লয়ে ফিরি
তারে যদি চিনতে নারি
লালন কয়, অধর ধরি
কেমন ধ্বজায়॥
৭৯
মনের মানুষ খেলছে দ্বি-দলে।
যেমন সৌদামিনী মেঘের কোলে॥
ও সে দল[১] নিরূপণ হবে যখন
মানুষ ধরা যাবে তখন
জনম সফল হবে রূপ দেখিলে॥
- ↑ রূপ