এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৫৭
দল নিরূপণ হবে যদি
জানা যায় সে রূপ-নিধি
মানুষের করণ হবে সিদ্ধি
সে রূপ দেখিলে॥
গুরুকৃপা তনু যারা
নয়ন তাদের দীপ্তকারা
রূপ-আশ্রিত হয়ে তারা
যায় ভবপারে চলে॥
স্বরূপ রূপে রূপের কিরণ
স্বর্গ মর্ত্য পাতাল ভুবন
সিরাজ সাঁই কয়, অবোধ লালন
একবার দেখ নয়ন খুলে॥
৮২
যেও না আন্দাজী পথে মন রসনা।
কুপথে কুপাকে প’লে প্রাণ বাঁচবে না
পথেরো পরিচয় ক’রে
যাও না মনের সন্দ মেরে
লাভ লোকসান বুঝের দ্বারে
যায় গো জানা॥
উজান ভেটেল পথ দুটি
দেখ নয়ন করে খাঁটী,
দেয় যদি মন ভাটী
কূল পাবে না॥
অনুরাগ তরণী করে,
ধার চিনে উজানে ধরো,