পাতা:লালন-গীতিকা.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৫৯

কোলের ঘোরে চিনতে নারি,
মিছে গোল বাধাই॥
আঠার মোকামে জানা,
মহারসের বারাম খানা,
সেই রসের ভিতরে সে-না,
আলো করে সাঁই॥
না জেনে চাঁদ ধরার বিধি,
কথারি কোট সাধন সাধি,
লালন বলে, বাদী, ভেদী
বিবাদী সদাই॥

৮৫

গুরু দেখায় গৌর তাই দেখি কি গুরু দেখি।
গৌর দেখতে গুরু হারাই কোন রূপে দেই আঁখি॥
গুরু গৌর রহিল[] দুই ঠাঁই
কিরূপে একরূপ করি তাই
এক নিরূপণ না হলে মন
সকল হবে ফাঁকি॥
প্রবর্তের নাই কোন ঠিকানা
সিদ্ধি হবে কি সে হবে সাধনা
মিছে সদায় সাধু হাটায়
নাম পড়াই সাধ কি॥
একরাজ্যে হ'লে দুজনা রাজা
কার হুকুমে গত হয় প্রজা
লালন বলে, তেমনি গোলে
খাতায় প'লো বাকী॥

  1. ছিল