এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬০
লালন-গীতিকা
৮৬
অনাদির আদি শ্রীকৃষ্ণ-নিধি
তার কি কভু আছে গোষ্ঠখেলা।
ব্রহ্মা রূপে সে অটলে বসে
লীলাকারী হয় তার অংশ কলা॥
পূর্ণ চন্দ্র কৃষ্ণ রসিক শিখরে
শক্তির উদয় যাহার শরীরে
শক্তিতে সৃজন মহা-আকর্ষণ[১]
বেদ আগমে যায় বিষ্ণু বলা॥
সত্য সত্য শরণ বেদ আগমে গায়
চিদানন্দ রূপ পূর্ণ ব্রহ্ম হয়
জন্ম মৃত্যু যার নাহি ভাবের পর
তবু ত নয় স্বয়ং নন্দলালা॥
দরবেশের দেল-দরিয়া যেথায়[২]
অজানা খবর সেহি জানে ভাই
ভজ দরবেশ, পাবে উপদেশ
লালন ধায় তার উজ্জ্বল হৃদ্-কমলা
৮৭
দেখবি যদি সে চাঁদেরে।
যা, যা, কারণ সমুদ্দুরের পারে॥
তারুণ্য কারুণ্য আড়ি
যে জন দিতে পারে পাড়ি,
সেই বটে সাধক
এড়ায় ভবরোগ
বসত হবে তার অমর-নগরে॥