পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিকা Գ o আছে দীন-দুনিয়ায় অচিন মানুষ একজন । কাজের বেলায় পরশ মণি অসময়ে তারে চেন না । আলি-নবী এই দুইজনে কালমাদাতা কুল আরফিনে বে-কলেমা অচিন চেনে পীরের পীর হয় চেন না ।।* একদিন স*াই নরেকারে ভেসেছিলেন একেশ্বরে বেমুরিদ অচিন তারে দোসর হলো তৎক্ষণা ।। যে তারে জেনেছে দঢ় শুনি খোদার ছোট নবীর বড় লালন বলে, নড়াচড় সে নইলে কুল পাব না ১. পাঠান্তর— “নবী আলী এই দুজনে কলমা দাতা দল?আরফিনে কে কলমায় যে অচিন জনে পীরের পীর হয় চেন না ।” (লা-গী, পৃঃ ৬২ ) Sన