পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S. লালন শাহ ও লালন-গীতিকা ህ© ԵՆ পড়ে ভূত আর হোসেনে মনুরায় । কোন হরফে কি ভেদ আছে লেহাজ করে জানতে হয় । আলিফ হে আর মিম দালেতে আহমদ নাম লেখা যায়। মিম হরফ তার নফি ক’রে দেখ না খোদা কারে কয় । আলিফ, হে, মিম, দালেও আহ্মদ নাম লেখা যায় আহাদে আহমদ নামের ফরমাইলেন তার পরিচয় ।। ১ জাতে ছিফাত ছিফাতে জাত দরবেশে তাই জানতে পায় লালন বলে, কাঠমোল্লাজী ভেদ না জেনে গোল বাধায় । পাঠান্তর— “আকার ছেড়ে নিরাকারে অথবা “আকার ছেড়ে নিরাকারে ভজলিরে আঁধেলার প্রায় । ভজলিরে আদেখার প্রায় । আহাদে আহম্মদ হলো, আহাদে আহম্মদ হ’লে| করলিনে তার পরিচয় ।” করলিনে তার পরিচয় ।” ( ভী-স, পৃঃ ১৭৯ ) (লা-গী, পৃঃ ১৪৫ )