পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক। তলে তলে তল গোজা খায় লোকের কাছে সতী কলায়,* এমন মত অনেক পাওয়া যায় সদর যে হয় সেই পাতকী । অনুরাগী রসিক হলে, সেকি ডরায় কুল-শীলে, লালন বেড়ায় ফুকচি খেলে, ঘোমটা দিয়ে চায় আড় অণখি । ჯ o & বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারী । যার জন্য হয়েছি রে দণ্ডধারী। কোথায় সে নিকুঞ্জ বন কোথায় যমুনা এখন, কোথা সে গোপিনীগণ আহা মরি। রামানন্দ দরশনে পূর্বভাব’ উদয় মনে, যাই আমি কাহার সনে, সেহি পুরী । ১. মূল পাঠে সতী বলায় আছে। লালন-গীতি ও অন্যান্য সংগ্রহেও তাই আছে। তবে শব্দটি যশোর-খুলনার উপভাষায় ‘কলায় ১ কব লায় > কবুল (পারসী ) । ২. পৃষ্টভাব (লা-গী, পৃঃ ২৩১) ভাব-সঙ্গীতে ‘পূর্বভাব’ আছে