পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক নদীয়ার ভাবের কথা অধীন লালন কি জানে তা, হা হতাশে শচী মাতা বলে নিমাই, দেখা দে রে । ᎼᎦbr সে নিমাই কি ভোলা ছেলে হবে । ভুলেছে ভারতীর কথায়, এমন কথা কেন বল সবে । যখন ব্ৰজবাসী ছিল, ব্ৰজে সব ভুলাইল সেই নাগরা নদেয় এল দেখ নদের কারে না ভুলাবে । ( ও সে ) আপনি হয়ে কপট ভোলা ত্রি-জগতের মন ছল। কে বোঝে তার লীলা-খেলা, বুঝতে গেলে সেই যে ভুলে যাবে। তারে ছেলে বলে যে লোক সকল সে পাগল তার বংশ পাগল লালন কয়, আমি এক পাগল গুরুতে বেড়াই গৌর ভেবে ।” ১• “গুরু ছেড়ে বেড়াই গৌর ভেবে’ (লা-গী, পৃঃ ২২১ )