পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S&ఆ লালন শাহ্ ও লালন-গীতিকা যা হবার তাই হল আমার, সে সব কথায় কি ফল আমার, জল খেয়ে জাতের বিচার, করলে কি হবে । এখন আমি এই বর চাই যাতে মজলাম তাই যেন পাই লালন বলে, কুল বালাই গেল যাক ভবে ।। ՏԳԾ যে প্রেমে স্যাম গৌর হয়েছে । সামান্তে তার মর্ম জানা সাধ্য কি আছে । না জেনে সে প্রেমের অর্থ আন্দাজী প্রেম করছে কত মরণ ফাসী নিচ্ছে সে ত পত্তাবে শেষে মারে মৎস্য না ছোয় পানি হাওয়া ধরে বয় তরণী তেমনি জেনো প্রেম করণী রসিকের কাছে