পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিকা ఫి(ఫె গোঁর হরি দেখে এবার কত পুরুষ-নারী ছেড়ে যায় ঘর যেন সে হরি কি করে আবার তাই লালন ভাবে মনে । Ysዓጫ চাদ বলে চাদ কঁাদে কেনে । আমাদের গেীর চাদ ত্রিভুবনের চাদ, চাদে চাদ ঘেরা ঐ আভরণে । গেীর চাদ শু্যাম চাদেরি আভা, কোটি চন্দ্র যিনি পূর্ণ শোভা, রূপে মুনির মন করে আকর্ষণ, ক্ষুধা শাস্ত সুধা বরিষণে । গোলকেরি চাদ গোকুলের চাদ নদীয়ায় গৌরাঙ্গ সেই পূর্ণ চাদ, আর কি আছে চাদ সে আর কেমন চাদ আমার ঐ ভাবনা মনে মনে । লয়েছি এই গলে গেীর চাদের ফঁাদ আর শুনি আছে পরম চাদ, থাক সে চাদের গুণ কেঁদে কয় লালন, আমার নাই উপায় চাদ গেীর বিনে ।