পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እ>ግbr লালন শাহ ও লালন-গীতিকা ব্লজে ছিল জলদ কাল, প্রেম সেধে গৌরাঙ্গ হল, সে প্রেম কি সামান্ত বল যে প্রেমের রসিক দয়াময়।। প্রেম-পীরিতের এমনি ধারা এক মরণে দুইজন মরা ধর্মাধর্ম চায় না তারা, লালন বলে, প্রেমের রীতি তায় । Sసెన সামান্যে কি সেই প্রেম হবে । গুরু পরশিলে আপনি প্রেম উদয় দিবে। যে প্রেমে রাই হরে কৃষ্ণের মন অকৈথব সে করণ করণ যোগ্য অনুসার মর্ম জানে তার অযোগ্য পাত্রে কি সে ভাব সন্তবে বলব কি সে প্রেমের বাণী, কামে থেকে হয়নিষ্কামী, শুদ্ধ সহজ রস করিয়া বিশ্বাস, দোহার মন করে দোহার ভাবে ।