পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক। ২১১ আমি লালন নাল পড়া, পাখীটি আমার সেই আড়া, তার সবুরি কিছুই নাই। আমি বুদ্ধি-শুদ্ধি সব হারায়ে সারা হ’লাম পেটুক ভাই ॥১ ১: ‘ভাব-সঙ্গীত’ অবলম্বনে সমস্ত গানটিই সংশোধন করা হলো ( ః (సి- 9 ) ‘লালন-গীতিকা’য়ও সামান্য পাঠান্তর লক্ষ্য করা যায় ( পৃঃ ৩৯) প্রথম চরণে—‘দে-রে খাই' স্থানে দে-রে তাই’ মাঝখানের একটি চরণে 'নাওরে মুখে আল্লার নাম স্থানে—নেওরে মুখে কৃষ্ণ নাম আছে। বলা বাহুল্য, শেষ চরণটি ( লালন-গীতিকার মতো আমার আদর্শ পাতাতেও) মাঝখানে এবং মাঝখানের চরণটি শেষে ছিলো এবং তার পাঠেও একটু ভিন্নতা ছিলো ; যথা,— শেষের চরণ—“আমি করি কি উপায় মাঝের চরণ— লালন বলে, পেট ভরিলে হয়, “আমার বুদ্ধি শুদ্ধি গেল কিসের আর গুরু-গোসাই ॥’ গেল সার হ’ল রে পেটকে বাই ।”