পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২Se লালন শাহ্ ও লালনগীতি დ.vყo আপন মনের গুণে সকলি হয় । "পিড়েয় হয় পেঁড়ো'র খবর, কেউ দূরে যায়। (মুসলমানের মক্কাতে মন, হিন্দুতে করে কাশী ভ্রমণ, (ওরে) মনের মধ্যে অমূল্য ধন কে দূরে যায়। ) জেতে সে জোল কুবীর’ উড়িষ্যায় তার জাহির বার জাইত যার মাড়ি তোড়ানি খায় । রামাজি রাম দাস বলে, জেতে মুচির ছেলে গঙ্গা মায় হেরে নিলে চাম-কাটুয়ায় । না জেনে ঘর ছেড়ে বনে বাধে কুড়ে লালন কয়, রিপু ছেড়ে যাবি কোথায় । • ১. ফকির ( লী-গী, পৃঃ ৩৮ ) । জাতে সে জোলা কবীর ( বা-বা-বা-গা, পৃঃ ৮১-৮২) প্রথম বন্ধনী-মধ্যে গৃহীত অংশটুকু বাংলার বাউল ও বাউল গানে অতিরিক্ত আছে ।