পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাঙ্কু ও লালন-গীতিক ՀՏԳ ミやbr বাকির কাগজ গেলো হযুরে । কোন দিন যেন আসবে সমন, সুখের অস্তঃপুরে । \, যখন ভিটেয় হয় বসতি দিয়েছিলে খোশ কবুলতি হরদমে নাম রাখবো স্থিতি এখন ভুলেছ তারে” । আইন মাফিক নিরিখ দে না তাতে কেন ইতরপানা, যাবে রে মন, যাবে জানা— জান| যাবে আখেরে ৷ মুখ পেলে হও মুখ-ভোলা, দুঃখ পেলে হও দুঃখ-উতলা, লালন কয়, সাধনের খেলা— তোমার.কিসে জুত ধরে° । ১. সাধের অন্তঃপুরে ( বা-বা-বা-গা, পৃঃ ৭৭) সন্তোষপুরে (লা-গী, পৃঃ ২৭৫ ) ২. যখন ভিটেয় হও বসতি ( লা-গী ) ৩. “তুমি হরদমে নাম রাখবে স্থিতি, এখন ভুলে গিয়েছ তারে।” ( বা-বা-বা-গা ) “হরদমে নাম রেখে বসতি” (লা-গী ) ৪. “সুখ পা'লে হও সুখ-ভোলা দুঃখ পালে হও দুখ-উতলা লালন কর হও সাধনের বেলা মন তোর কিসে জুৎ ধরে”। (বী-বী-বী-গ1)