পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭8 লালন শাহ ও লালন-গীতিকা ՀեԳ এ জনম গেলো রে আসার ভেবে । পেরেছ মানব-জনম, ༄ངྒ, হেন দুলভ জনম আর কি হবে । জননীর জঠরে যখন, অধোমুণ্ডে ছিলে রে ও মন, বলেছিলে করবে। সাধন, এখন কি তা মনে হয় না ভবে । ও মন কারে বলো, অামার আমার, তুমি কার আজ, কেবা তোমার, যাইবে সকল গুমার যে দিন শমন রায় আসিবে । ও মন এ-দিনে সে-দিন ভাবলে না, কি ভেবে কি করে মুনা, লালন বলে, যাবে জানা হারলে বাজি র্কাদলে কি আর হবে । Ꮔbrby এমন মানব জনম আর হবে না । দেবের দুলভি তোরে মানব জনম স্বষ্টি করেছে রে এবার ভুললে কতই ফেরে শেষে ৰাদলে সারবে না ।