পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহু ও লালন-গীতিক। ২৯১ সাম্য রসের উপাসনা না জানিলে রসিক হয় না লালন বলে, সে যে নিগুঢ় করণ ব্রজে অকৈতব ধন । ( লা-গী, ১৪৪ সংখ্যক গান, পৃঃ ৯৮ ) ○>Wり তোমরা আর আমায় কালার কথা বইলো না । ঠেকে শিখলাম গো কালো রূপ আর হেরব না । পরলাম কলঙ্কের হার তবু ত ও কালার মন তো পেলাম না ।। যেমন রূপ কালো তেমনি উহার মন কালো প্রেমের কি এই শিক্ষে বেড়ায় ব্যঞ্জন চেখে লজা গণে না । ঘৃণায় মরে যাই, এমন প্রেম অার করব না । যেমন চন্দ্রাবলী তেমনি রাখাল আলি থাক সে দুই জনা সনে । লালন কয়, রাধার বোল সরে না । (লা-গী, ৩৬৬ সংখ্যক গান, পৃঃ ২৫১ )