পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ෆ් වේ) লালন শাহ ও লালন-গীতিকা গুরুকৃপা তনু যারা নয়ন তাদের দীপ্তকার রূপ-আশ্রিত হ’য়ে তারা যায় ভব-পারে চলে । স্বরূপ রূপে রূপের কিরণ স্বৰ্গ মর্ত্য পাতাল ভুবন সিরাজ সাই কয়, অবোধ লালন একবার দেখ নয়ন খুলে । ( লা-গী, ৮১ সংখ্যক গান, পৃঃ ৫৬-৫৭ ) ○○○ আমার ঠাহর নেইগে। মন-ব্যাপারী । এবার ত্রি-ধারায় বুঝি ডোবে আমার তরী। যেমনি দাড়ি-পাল্লা বেয়াড় তেমনি মাঝি দিশেহারা, কোন দিকে যে বায় তাহারা, আমার পাড়ি দেওয়া কঠিন হ’ল ভারী । একটি নদীর তিনটি ধারা,— সেই নদীতে নাই কুল-কিনারা ; সেথা বেগে তুফান বয় দেখে লাগে ভয়, ബ ডিঙি বঁাচাবার উপায় কি করি