পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক। ○○○ বাজী নারীর ছেলে ম’লে৷ একি হল দায় । মর ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায় । ছেলে ম’লো তিন দিন হল ছেলের বাবা এসে জন্ম নিল বাপের জন্ম ছেলেয় দেখলে তাতে কি ফল হয় । দাই মেরে ফয়তা করে নাপিত মেরে শুদ্ধ হয় রে মোল্লা মেরে কাল্প! কেটে জানাজা তার দেয় ।। লালন শাহ্ ফকীরে বলে দেখলাম মরার ঘাটে মরা ভাসে মরায় মরা খায় । ÖÖኔዓ ভবে আণক যার লজ্জা কি তার সে খোজে দীনবন্ধুরে সে খোজে প্রাণ-বন্ধুরে । ও সে দীনবন্ধু প্রাণ-সখা এসে দেখা দাও মোরে । ১. ভণিতাটি সন্দেহজনক 9ఇక