এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
তোতা-কাহিনী Եր:Տ যে-বাসা ৰাধে, সে-বাসায় বিদ্যা বেশি ধরে না । তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাচা বানাইয়া দেওয়া । রাজ-পণ্ডিতের দক্ষিণ পাইয়া খুসী হইয়৷ বাসায় ফিরিলেন। \S) স্যাকরা বসিল সোনার খাচা বানাইতে । খাচাটা হইল এমন আশ্চৰ্য্য যে, দেখিবার জন্য দেশ-বিদেশের লোক ঝুকিয়া পড়িল। কেহ বলে, “শিক্ষার একেবারে হদমুদ ” কেহ বলে, “শিক্ষা যদি নাও হয়, খাচা ত হইল। পাখীর কি কপাল !” স্বাকর থলি বোঝাই করিয়া বকশিস পাইল । খুসি হইয়া সে তখনি পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পার্থীকে বিদ্যা শিখাইতে । নস্ত লইয়া বলিলেন “অল্প পুথির কৰ্ম্ম নয়।” ভাগিন তখন পুথি-লিখকদের তলব করিলেন। তারা পুথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পৰ্ব্বতপ্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, “সাবাস ! বিদ্যা আর ধরে না !” লিপিকরের দল পারিতোষিক লইল বলদ